
রাজশাহীর বাগমারায় পুকুরে বিষ দিয়ে রেণু পোনা ও বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে যোগীপাড়া ইউনিয়নের বলাইপাড়া মৌজায় একটি পুকুরে। শুক্রবার রাতের অন্ধকারে উৎকট বিষ জাতীয় রাসায়নিক দ্রব্য দিয়ে বিভিন্ন প্রজাতির রেণুপোনা ও ছোট মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী হলেন যোগীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি জানান, এতে তার প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দশ বছরের জন্য তিনি ওই পুকুর লিজ গ্রহণ করেছিলেন।
সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান চেয়ারম্যান মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বর্তমানে তিনি নিরাপত্তা হীনতায় ভোগছেন।
ছুটির দিন এবং থানা পুলিশ বন্ধ থাকায় অভিযোগ দায়ের করতে পারছেন না, ক্ষতিগ্রস্ত মোস্তফা কামাল। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তিনি।