
ব্রাহ্মণবাড়িয়া জেলার কাল ভৈরব ও রামকৃষ্ণ মিশন (মন্দির) ৮ ই আগস্ট বিকেলে পরিদর্শন করে খোঁজখবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার আমির মো:গোলাম ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী,জেলা সেক্রেটারী মোবারক হোসাইন ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আতিকুল ইসলাম ভুইয়া,সেক্রেটারি হাসান মাহমুদ প্রমুখ।
এছাড়াও শহরে অবস্থিত অধিকাংশ মন্দির পরিদর্শন, খোঁজখবর ও সার্বিকভাবে সহযোগীতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়। ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়ী-ঘরে গিয়ে অভয় দেয়া হয় ও সার্বিকভাবে সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করা হয়।