ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

কালিগঞ্জে বানু’র বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ 

 

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর জেলাজুড়ে পুলিশের কার্যক্রম না থাকার সুযোগকে কাজে লাগিয়ে মহামান্য হাইকোর্টের আদেশকে বৃদ্ধা আঙুল দেখিয়ে দিনমজুর বানু’র বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। লুটপাটে বাঁধা ও ঘর থেকে বের করে দেওয়ার প্রতিবাদ করায় গৃহকর্তৃকে মারপিটের পর জমিতে থাকা গাছগাছালি কেটে তছনছ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের দাউদ আলী পাড়ের বাড়িতে এ ঘটনার পর ওই পরিবারের সদস্যরা আশ্রয়হীন হয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। জানাগেছে, বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের দাউদ আলী পাড়ের দাদা কেদার পাড় একই এলাকার শীতল মণ্ডলের কাছে বন্দকাটি মৌজার সিএস ৪৬০ খতিয়ান ও সিএস ২৪৬ দাগের ৫৭ শতক জমি বন্দক রাখেন। ওই বন্ধক রাখা জমি ছাড়িয়ে নেওয়া হলেও দখল ছাড়েননি ফটিক মোড়লের ওয়ারেশরা। একপর্যায়ে ওই জমিসহ সাড়ে ৫ বিঘা জমি সিএস রেকর্ড কেদার পাড়ের নামে এবং এসএ রেকর্ড তার বাবা মান্দার পাড়ের নামে হয়। ২০১৮ সালে ওই জমি (বন্দকী) তারা দখলে নিয়ে শান্তিপূর্ণ ভোগদখলে ছিলেন। ওই জমির মধ্যে ৫৭ শতক তাদের দাবি করে ফটিক মোড়লের ওয়ারেশ হিসেবে জহুরুল ইসলাম মোড়লের ছেলে অহিদুজ্জামান মোড়ল, মোয়াজ্জেম মোড়লের দুই ছেলে মাহামুদুল হাসান ও মোখলেছুর রহমানসহ সাত জন বাদি হয়ে তাকেসহ পাঁচজনকে বিবাদী করে সাতক্ষীরার যুগ্ম জেলা জজ ২য় আদালতে রেকর্ড সংশোধনের (টাইটেল শুট-৮৩/২০১৮) মামলা দায়ের করেন। বাদিপক্ষ ৫৭ শতক জমির ২০২০ সালের ৮ সেপ্টেম্বর রায় ও ১৩ সেপ্টেম্বর ডিক্রী পান। ওই রায় ও ডিক্রীকে কাজে লাগিয়ে বাদিপক্ষ জমি থেকে বিবাদীপক্ষকে উচ্ছেদের জন্য জারি মামলা করেন। একপর্যায়ে তাদেরকে উচ্ছেদ করার জন্য আদেশ হয়।দাউদ পাড় বলেন, বাদিপক্ষের রায় ও ডিক্রীর বিরুদ্ধে বিবাদীপক্ষ (নুরুল হক পাড়, দাউদ পাড়) মহামন্য হাইকোর্টে সিভিল রিভিশন ৯০৯/২০২২ দায়ের করেন। আদালত নিম্ন আদালতের আদেশ স্থগিত করে উভয় পক্ষকে ছয় মাসের জন্য স্থিতাবস্থা জারির নির্দেশ দেন। পরবর্তীতে২০২২ সালের ১৫ ডিসেম্বর স্থিতাবস্থা জারির মেয়াদ বৃদ্ধির আবেদন জানালে বাদি পক্ষ নোটিশ পাওয়ার পরও আদালতে হাজির হয়ে জবাব দাখিল না করায় বিচারক জাকির হোসেন মূল মামলার বাদিপক্ষের বিরুদ্ধে রুল জারির আদেশ দেন। একই আদেশে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত স্থিতাবস্থা জারির আদেশ দেওয়া হয়। দাউদ পাড়ের স্ত্রী হোসনে আরা বানু জানান, জারি মামলার রায় পাওয়ার পরও হাইকোর্টের নির্দেশের কারণে তাদেরকে উচ্ছেদ করতে পারেনি মোয়াজ্জেম মোড়লের ওয়ারেশ ও অহিদুজ্জামান মোড়লরা উচ্ছেদ করার পায়তারা করে আসছিলো। গত ৫ আগস্ট ২০২৪ তারিখে আ’লীগ সরকারের পতন হলে দেশে পুলিশ শূন্য হয়ে পড়ে।এরপর থেকে সাতক্ষীরা জেলা ও দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সাতক্ষীরার আটটি থানা থেকে পুলিশ চলে যায়। সাধারণ মানুষ পড়ে নিরাপত্তাহীনতায়। ঝোঁপ বুঝে কোপ মারতে স্বামী দাউদ পাড় ও ছেলে এইচ এসসি পরীক্ষার্থ শিমুল বাড়িতে না থাকার সূযোগে এক পর্যায়ে ওয়ার্ড আ’লীগ নেতা অহিদ এর জামাই হঠাৎ বিএনপি নেতা পরিচয় দানকারী মাহমুদ মোস্তফা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মোস্তফা, মোবারেক, মোক্তার, ভোলা সামছুর ও তাদের দোসর ২৫/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী ৬ আগষ্টা মঙ্গলবার সকাল ১০ টায় তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারিরা এসময়ে তাদের পৃথক ৪টি বসতঘর ও ১টি রান্নাঘর ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। এমনকি ঘরে থাকা জমির কাগজপত্র, সোলারের ব্যাটারী, ছাগল, হাঁস ও মুরগিসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়। লুটপাটে বাঁধা দেওয়ায় বানুকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক ফুলা জখম করে এবং ছোট মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী সামিমা সুলতানা সহ তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়। এছাড়া ও সন্ত্রাসীরা ঐ জমিতে থাকা কলার বাগান সহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে সাবাড় করে দেয়, প্রায় সাত ঘণ্টা ধরে লুটপাট চালানো হয়। খবর পেয়ে রাত ৮টার দিকে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তাদেরকে বাড়িতে তুলে দিলেও ঘর বাসযোগ্য না থাকায় পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর বসবাস করছেন। বিষয়টি সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আ’লীগের নেতা অহিদুজ্জামান মোড়লের সঙ্গে কথা বললে তিনি বলেন আমাদের জমি দীর্ঘদিন তারা দখলে নিয়ে আছে। সুযোগ পেয়ে আমরা নিয়েছি। আমার জামাই মাহমুদ মোস্তফা তার দলের লোকজন নিয়ে এ কাজে সহযোগীতা করেছে। তাকে যেনো কোনো ক্ষতি না হয় একটু দেখবেন।তবে এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে। এপরদিকে জেলা তাঁতিদলের যুগ্ম আহবায়ক মাহমুদ মোস্তফার সাথে কথা হলে তিনি বলেন আমার শশুর আ’লীগের নেতা হলেও দীর্ঘদিন জমিতে যেতে পারেনি, তাই আমি লোকজন দিয়ে সহযোগিতা করেছি। তবে মারপিট, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা ঠিক হয়নি। স্থানীয় আব্দুল কাদের পাড়, কওছার আলী গাজীসহ একাধিক ব্যাক্তি বলেন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে বানু, তার স্বামী দিনমজুর, তাদের উপরে যে অমানবিক ও নিষ্ঠুরভাবে বাড়িছাড়া করেছে অহিদ মোড়ল ও তার জামাই মাহমুদ মোস্তফাসহ তার লাঠিয়াল বাহিনী। আমরা এর সুষ্ঠু বিচার দাবী করছি।

শেয়ার করুনঃ