
পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স, পঞ্চগড় ড্রিল শেডে সারাদেশে নিহত পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, সাধারণ জনগণসহ সকল শহীদদের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯-আগস্ট) জুম্মার নামাজের পর এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সকল শহীদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত গায়েবানা জানাজা নামাজে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা, পিপিএম-বার, সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আমিরুল্লা সহ পঞ্চগড় জেলার সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।