
কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকার পতন ও বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে থানা ছেড়ে পালিয়ে যায় পুলিশ। গত ৫ আগস্ট থেকে পুলিশ শূন্য থানা। জীবনে নিরাপত্তা,পুলিশকে রাজনৈতিক মুক্ত রাখাসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তবর্তিকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবীদ ড.ইউনুসের নেতৃত্বাধীন সরকারে সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ড.এম সাখাওয়াত কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব নেওয়ার পরেই শুক্রবার বিকেল ৩ টায় আন্দোলনরত পুলিশ সদস্যদের দাবির বিষয়ে আলোচনা করতে রাজারবাগ পুলিশ লাইনে আসার কথা ছিলো তার। তবে ৪ ঘন্টায় ও তিনি আসেন নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা না আসায় পুলিশের নবনিযুক্ত আইজি মায়নুল ইসলাম আন্দোলনরত পুলিশ সদস্যদের তোপে মুখে পড়েন। নানা ভাবে আন্দোলনরতদের নিবৃত করার চেষ্টা করেও ব্যার্থ হন আইজিপি।
পরবর্তীতে অনুষ্ঠানস্থলে আন্দোলনরত পুলিশ সদস্যদের ১১ দফা বাস্তবায়নের ঘোষণা দেন। পাশাপাশি রাজনৈতিক কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন এবং যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে তাদের চাকরি বিষয় বিবেচনা করার আশ্বাস দেন। দাবি বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে।
রাজারবাগে উপস্থিত কয়েকজন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে,আন্দোলনরত পুলিশের মাঝে নিরাপত্তা জণিত কারণে আসেন নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা।
এ দিকে পুলিশের পোশাক পরিবর্তন ও ১১ দফা দাবি না মানা পর্যন্ত কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। এছাড়া আইজিপির গঠন করা কমিটির পাশাপাশি আন্দোলনকারীরা একটি সমন্বয়ক কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন। সারাদেশে পুলিশ লাইনসহ সকল ইউনিট থেকে প্রতিনিধিদের নিয়ে সমন্বয়ক কমিটি গঠন করা হবে।
আইজিপির সঙ্গে রাজারবাগে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মায়নুল হাসান,র্যাবের মহাপরিচালক শহিদুল ইসলামসহ পুলিশ সদর দফতরের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা।
ডিআই/এসকে