
বাংলাদেশ নৌবাহিনীর সহায়তা ও নিরাপত্তায় উপকূলীয় অঞ্চলের ২৯ থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়,বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় অঞ্চলের থানাগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত রয়েছে।
থানাগুলো হলো– ভোলা সদর, দৌলতখান,বোরহানউদ্দিন,লালমোহন,তজুমদ্দিন,মনপুরা, চরফ্যাশন,দক্ষিণ আইচা,দুলারহাট,শশীভূষণ,বরগুনা সদর,বামনা,বেতাগী,আমতলী,তালতলী,পাথরঘাটা, মংলা,রাঙ্গাবালী,খুলনা সদর,খালিশপুর,হরিণটানা, লবণচরা,কয়রা,দিঘলিয়া,দাকোপ,সন্দ্বীপ,হাতিয়া, মহেশখালী ও কুতুবদিয়া।
এছাড়া সেনাবাহিনীর সহায়তা ও নিরাপত্তায় রাজধানীর বেশ কয়েকটি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
ডিআই/এসকে