ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ স্বর্ণ, ডলার ও নগদ অর্থ সহ বরিশালে আটক

গণপূর্ত বিভাগ,পটুয়াখালী’র নির্বাহী প্রকৌশলী বরিশালে প্রায় ২৬ লাখ নগদ টাকা, ১০ হাজার ডলার ও প্রায় এক কেজি সোনার গয়নাসহ
আটক হয়েছেন। জানা গেছে,৮ আগষ্ট বৃহস্পতিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কের চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে ওই প্রকৌশলীর গাড়ি তল্লাশি করে এসব অর্থ ও স্বর্ণালংকার পান। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক এ প্রকৌশলীর নাম মো. হারুন অর রশিদ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমের প্রতিনিধিদের নিশ্চিত করেছেন। তিনি বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের বলেন, আটক প্রকৌশলী এই টাকার সঠিক পরিমাণ ও উৎসের প্রমাণ দিতে পারেননি। তাঁকে পটুয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সোমা সরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তিনি তাঁকে ( মো.হারুন অর রশিদ) গ্রহণের জন্য বরিশালে পৌঁছেছেন। প্রসঙ্গত: এ প্রতিবেদক এ দিন বিকালে গণপূর্ত বিভাগ, পটুয়াখালী’র উপ বিভাগীয় প্রকৌশলী পিন্টু তালুকদার এর ব্যবহৃত মুঠোফোনে এ বিষয় জানতে চাইলে তিনি তখন জানিয়ে ছিলেন তিনি ও এ প্রতিবেদক এর মত এক সাংবাদিক এর কাছ থেকে শুনেছেন।এছাড়াও তিনি এসময় বলেছেন তার সাথে এদিন দুপুরে উক্ত প্রকৌশলীর সাথে শেষ দেখা এবং কথা হয়েছে। এর বেশি কিছু তিনি জানেন না।অন্য দিকে এদিন বিকালে এ বিষয় খবর পেয়ে এ প্রতিবেদক গণপূর্ত বিভাগ, পটুয়াখালী’র নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ এর ব্যবহৃত মুঠোফোনে পর পর দু’বার কল দিলে প্রতিবারই রিং হওয়া সত্বেও তিনি ফোন কল রিসিভ না করায় এবং ফিরতি কল না দিলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ