
পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কোটা বিরোধী আন্দোলনের সাথে জড়িত সাধারণ শিক্ষার্থীরা। জানা গেছে,
৮ আগষ্ট বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর সরকারি মহিলা কলেজ সংলগ্ন সিঙ্গারা পয়েন্ট এলাকার প্রধান সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীরাদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি এ শহরের বিভিন্ন সড়ক সমূহ প্রদক্ষিণ করে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।এ সময় শিক্ষার্থীরা বলেন, তারা আন্দোলন করেছেন যে জন্য সে ব্যাপারে তারা সম্পূর্ণ সফল হয়েছেন। তারা দেশকে ২য়বার স্বাধীন করতে সক্ষম হয়েছে। তবে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ভাংচুর ও লুটপাট চলছে। যেখানে সাধারণ শিক্ষার্থীরা মানে তারা দেশকে সাজাতে ব্যস্ত সেখানে একটি মহল দেশকে অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের সকল হিন্দু সকল মুসলমান সকল বৌদ্ধ ও খ্রিস্টান সবাই ভাই ভাই সবাই বাঙালি।
বৈষম্যতার কোন ঠাঁই নেই এদেশে।
তারা বৈষম্যতা বিরোধী আন্দোলনের সবাই দেশের বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে ও সকল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব সময় প্রস্তুত রয়েছি।
এছাড়াও শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানের দেয়ালে বিভিন্ন প্রতিকৃতি অংকন করে।