
অর্থনীতির চাকা সচল ও পরিবহন সেক্টরের নিরাপত্তার সার্থে স্কর্ট ব্যবস্থা চালু করেছে র্যাব। আজ সকাল থেকে দূরপাল্লায় যাতায়াতকারী বাস,পন্যবাহী ট্রাক, পিকআপ সমূহকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে মহাসড়কগুলোতে চলাচল নির্বিঘ্ন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
তিনি বলেন, যাত্রী ও পন্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গনপরিবহন ও পণ্য পরিবহন’কে স্কর্ট প্রদানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌছে দিচ্ছে
র্যাব।
র্যাবের এই কর্মকর্তা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি’কে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসমূহের সাথে সমন্বয় করে কাজ করছে র্যাব।
তিনি জানান, দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে দেড় শতাধিক টহল সহ সারাদেশে র্যাবের সাড়ে ৪ শতাধিক টহল দল মোতায়েন রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে।
ইতিপূর্বে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহনও ব্যক্তিগত পরিবহনে ভাংচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরণের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের’কে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণপূর্বক শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি সহ কার্যক্রম পরিচালনা করছে র্যাব।
উল্লেখ্য বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘন্টা অবরোধ চলছে। অবরোধ’কে কেন্দ্র করে একটি কুচক্রী মহল বাস, পন্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। এতে বেশ কয়েকজন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিক আহত হয়।
ডিআই/এসকে