নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫৫৭ জনকে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৫৭ জনসহ মোট ১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি এক নলা বন্দুকের ব্যারেল, শটগানের গুলির খোসা ৪০টি, ১টি ড্যাগার, ৬টি ফালা, ৪টি তলোয়ার, ১টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় পাইপ গান, ৪ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন, ৬ রাউন্ড শটগানের কার্তুজ, ৩টি ককটেল এবং ১টি পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
ডিআই/এসকে