
নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক নারী বাইকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নড়াইল সদরের বউবাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আয়েশা সুলতানা (২২)। তিনি যশোরের খাজুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে যশোরের খাজুরা থেকে মোটরসাইকেল চালিয়ে নড়াইল সদর উপজেলার চাঁচড়া এলাকায় এক আত্মীয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেন আয়েশা সুলতানা।
এসময় তার সঙ্গে ছিলেন ভাতিজা হুমায়ুর রহমান। আত্মীয় বাড়িতে যাওয়ার আগে মিষ্টি কেনার উদ্দেশ্য তারা নড়াইল শহরে আসে। ফেরার পথে বউবাজার এলাকায় একইদিকে যাওয়া একটি যাত্রীবাহী বাসকে পেছনে ফেলতে গিয়ে অপরদিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আয়েশা তবে তার পিছনের সিটে বসা ভাতিজা হুমায়ুর সড়কের পাশে পড়ে প্রাণে বেঁচে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।