
পটুয়াখালীতে মটর সাইকেলের মহড়া দিয়ে এক ড্রেজার ব্যবসায়ীর পিপিসি পাইপ কুপিয়ে ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে। সরোজমিনে ঘুরে জানা গেছে, এ ঘটনা টি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউপির পূর্ব ঢেউখালী জামে মসজিদ সংলগ্ন এলাকায়। ৫আগষ্ট সোমবার রাতে উক্ত ঘটনা টি ঘটিয়েছেন কতিপয় লোকজন স্হানীয় নাম প্রকাশে অনিচ্ছুক দু’একজন ব্যক্তি এ প্রতিবেদক কে এমনটিই জানান।
এ বিষয় ড্রেজার ব্যবসায়ী মোঃ দেলোয়ার মৃধা সকালের খবর নিউজ পোর্টাল কে বলেন, তিনি কোনও রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় এবং রাজনীতি করেন না। তার পরিচয় শুধুই ব্যবসায়ী। তিনি সকালের খবর নিউজ পোর্টাল কে আরও বলেন, তিনি তার এলাকায় ড্রেজার ফিট করনে তার লাইন রাস্তায় আছে,তার পাইপ গুলো কিছু হানাদার বাহিনীতে ভাংঙ্গছে।
এসময় তার ১১ পিস পাইপ ভাংঙ্গছে তারা, যার বহায় মূল্যে ৫৫ হাজার টাকা,যারা তার পাইপ গুলো ভাংঙ্গছে তাদের তিনি ব্যক্তিগত ভাবে চেনেন, এরা হলো ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল পোলাপান বিএনপির, তারা তার ক্ষতি সাধনএবংএই পর্যায় করেছে। পরিশেষে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এর বিচার চান।