
হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিএনপি নেতা কর্মীদের। যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পাইকগাছা উপজেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ইনামুল হক বলেন,
আগামীর দেশ নায়ক তারেক রহমান ও দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশ সকলে নিশ্চয়ই অবগত আছেন।দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নের সভাপতি- সম্পাদকের নেতাকর্মীদের নিয়ে সারাদিন রাত পাহারা দিতে হবে। বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থন করে না। যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির নেতাকর্মীরা কেহ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থন ও জড়িয়ে পড়ে তার জন্য দল দায়ী থাকবে না।পাইকগাছা উপজেলার মানুষ একে অপরের পরম আত্মীয়।যদি কোন দুর্বত্তরা ভাংচুর, অগ্নিসংযোগে করার চেষ্টা করে তাহা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা সদরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আসলাম পারভেজ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এমদাদুল হক,যুবদলের আহ্বায়ক শেখ তহিদুজ্জামান মুকুল,ইমরান সরদার,সাজ্জাদ আহমেদ মানিক, সাইফুল ইসলাম তারেক সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।