
জামালপুরের মেলান্দহে দেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার (৮ আগস্ট) জোহরের নামাজ শেষে ডেফলা ব্রীজ এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ইত্তেফাকুল ওলামা ১১নং শ্যামপুর ইউনিয়ন শাখা দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।আর এই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শ্যামপুর ইউনিয়ন ইত্তেফাকুল ওলামার সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা ইত্তেফাকুল ওলামার সহ- প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,শিক্ষা সম্পাদক আব্দুল ওয়াহাব।দোয়া মাহফিলে সঞ্চালনা করেন শ্যামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।