
নাশকতামূলক কর্মকান্ডের সম্মুখীন হলে নিকটস্থ নৌবাহিনী ক্যাম্পে যোগাযোগের আহ্বান জানিয়েছে নৌবাহিনী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়,বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জান-মাল,সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। যে কোন নাশকতামূলক কর্মকান্ড,লুটতরাজ,ভাংচুর,হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ নৌবাহিনী ক্যাম্পে যোগাযোগ করুন। এ ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। নৌবাহিনী কন্টিনজেন্টের সহায়তা প্রাপ্তির জন্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুন।
ঢাকা বিভাগ
১। ঢাকা নৌ কমান্ড ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৮৬৫,
২। ঢাকা নৌ কমান্ড অপসরুম: ০১৭৬৯৭০২৫১৯,
৩। ঢাকা নৌ কমান্ড স্টাফ অফিসার (অপারেশন্স): ০১৭৬৯৭০২৫০৭,
৪। ঢাকা নৌ কমান্ড চিফ স্টাফ অফিসার: ০১৭৬৯৭০২৫০৪,
৫। ঢাকা সেনানিবাস নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬০৩,
৬। শাহীনবাগ, ইস্কাটন ডিউটি অফিসার: ০১৭৬৯৭০২৬৯০,
৭। খিলক্ষেত ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩০৩,
৮। পাগলা (নারায়ণগঞ্জ) ডিউটি অফিসার: ০১৭৬৯৭১৪৩৩১, ০১৭৬৯৭২৬৪১০।
চট্টগ্রাম বিভাগ
১। টাইগারপাস: ০১৭৬৯৭২৬৩১৬,
২। চট্টগ্রাম বন্দর: ০১৭৬৯৭২৬৬০১,
৩। কর্ণফুলি টানেল: ০১৭৬৯৭২৬৭৩১,
৪। বোট ক্লাব: ০১৭৬৯৭২৬৪৮০,
৫। লাভ লেইন: ০১৭৬৯৭২৬২৬৭,
৬। হাতিয়া:০১৭৬৯৭৬২০৭৯,
৭। সন্দ্বীপ:০১৭৬৯৭২২৪৬০,
৮। মহেশখালি:০১৭৬৯৭২৬২৮১,
৯। সেন্টমার্টিন:০১৭৬৯৭২৪০২০।
খুলনা ও বরিশাল বিভাগ
১। খুলনা নৌবাহিনী অপসরুম:০১৭৬৯৭৮৪১৪০,
২। খুলনা নৌবাহিনী ডিউটি অফিসার:০১৭৬৯৭৮১১১১,
৩। বরগুনা নৌবাহিনী অপসরুম: ০১৭৬৯৭৮১০১৯,
৪। বরগুনা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৮১০১৮,
৫। ভোলা নৌবাহিনী অপসরুম:০১৭৬৯৮৪৪০০০,
৬। ভোলা নৌবাহিনী ডিউটি অফিসার: ০১৭৬৯৭৯৬২২৭,
৭। মোংলা নৌবাহিনী অপসরুম:০১৭৮৩৪০১৫৪৯,
৮। মোংলা নৌবাহিনী ডিউটি অফিসার:০১৭৬৯৭৮৪৫৫৩।
ডিআই/এসকে