প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ
উলিপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বিএনপি’র মতবিনিময়
কুড়িগ্রামের উলিপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছে বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার (৬ আগষ্ট) রাতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাজারে গিয়ে তাদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি হায়দার আলী মিঞা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিব নয়ন, আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান সরকার, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক প্রমুখ।
এসময় বিএনপির নেতারা জানান, একটি স্বার্থেন্বেষী মহল উপসনালয়সহ সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাটের মাধ্যমে অরাজকতা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। বিএনপি সব সময় বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা বিএনপির নেতা-কর্মীদের নৈতিক দায়িত্ব। এ সময় তারা যে কোন প্রয়োজনে ও সহযোগিতায় বিএনপির নেতা-কর্মীদের পাশে পাবে বলে প্রতিশ্রুতি প্রদান করেন। পাশাপাশি শান্তি শৃঙ্খলা রক্ষায় পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী দলের সবাইকে কাজ করার আহবান জানান।৷
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.