
পটুয়াখালীতে এক আইনজীবী সহকারীর বাড়ি ভাংচুর, স্বর্ন অলংকার নেয়াসহ ও তাকে এবং তার স্ত্রী কে মারধরের অভিযোগ উঠেছে।
জানা গেছে, এ ঘটনা টি ঘটেছে ৫ আগষ্ট সোমবার রাতে পটুয়াখালী পৌরসভার ৯ ওয়ার্ডের মাঝ গ্রাম ২য় লেন এলাকায়। উক্ত ঘটনা ঘটার পরে তাদেরকে আত্মীয় -স্বজনরা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উক্ত আইনজীবী সহকারী এ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিয়েছেন এবং তার স্ত্রী মোসাঃ মাজেদা (৪৪)’র মাথায় গুরুত্বর কাটা জখম হওয়ায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পটুয়াখালী জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সকালের খবর নিউজ পোর্টাল কে বলেন, স্হানীয় মনির তালুকদার বহু পূর্ব হইতেই তার দলবল নিয়ে তার কাছে চাঁদা দাবী করে আসছিল, তিনি তাদের কে চাঁদা না দিলে বিগত ৫ আগষ্ট রাত ৮টার সময় সে তার বাসার সামনে দোকানে টিভিতে বাংলা সংবাদ দেখা অবস্থায় মনির তালুকদার দলবল নিয়ে তার কাছে চাঁদা চায়, সে চাঁদা দিতে অস্বীকার করে তখন তাদের সাথে তার বাক বিতন্ডতা হয়।
সে সময় তার ডাক শুনে তার স্ত্রী ঘটনা স্হলে আসলে তাকে ও তার স্ত্রীকে তারা মারধর করে এবং তাদের হাতে থাকা দা,লাঠি -সোঠা দিয়ে প্রাণ নাশের উদ্যােশ্য তার স্ত্রীর মাথায় তারা কোপ দেয়। তাতে তার মাথায় গুরুত্বর কাটা জখম হয়। এছাড়াও তাকে মাথা সহ তার শরীরের বিভিন্ন অংশে তারা কিল গুসি মারিয়া তার ঘরে প্রবেশ করে তার আসবাবপত্র তছনছ করে ও নগদ অর্থ সহ স্বর্ন অলংকার ছিনিয়ে নেয় এবং তার বাসায় আসা দু’জন অতিথির মটর সাইকেল ভাংচুর করে ও তার বাসার টিনের চালা কুপিয়ে পিটিয়ে ক্ষতি সাধন করে।
তিনি এসময় সকালের খবর নিউজ পোর্টাল কে আরও বলেন, তিনি ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তাদের ভয়ে তারা ভীত স্বস্ত হয়ে অন্যত্র বসবাস করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিলম্বে হলেও তিনি এ বিষয় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে জানতে এ প্রতিবেদক মনির তালুকদার এর ব্যবহৃত মুঠফোনে কল দিলে তিনি প্রথমে ফোন কল রিসিভ করে নাই।পরে সে অন্য নম্বর দিয়ে এ প্রতিবেদক এর মুঠোফোনে কল দিয়ে তার পরিচয় দিয়ে তাকে ফোন দেয়ার কারন জিজ্ঞাসা করিলে এ প্রতিবেদক তার পরিচয় দিয়ে উক্ত ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সে লোকজনের মধ্যে আছেন বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।