
পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলাবাসীকে শান্তিপূর্ন শৃঙ্খলা বজায়
রাখা, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় পাহারা দেয়া ও সংখ্যালঘুদের পাহারা দেয়া দেশের
জান-মাল রক্ষা করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে শহর
প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জানা গেছে,
৭ আগষ্ট বুধবার সকালে জেলা আইনজীবী ফোরাম পটুয়াখালী আইনজীবী সমিতি প্রাঙ্গন থেকে শুর করে
শহরের বিভিন্ন পয়েন্টে ১০ টি পথসভা করেন। আইনজীবী ফোরাম পটুয়াখালী
জেলা ইউনিটের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন এর
পরিচালনায় পথসভা সমূহে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এ.টি.এম মোজাম্মেল হোসেন তপন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি
এ্যাড. মো. মহসিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক
এ্যাড. আবুল কালাম ,এ্যাড. তৌফিক হোসেন মুন্না প্রমুখ ।
এ সময় বক্তারা সারা দেশের সকল শিক্ষার্থী তথা আন্দোলনকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা
জানিয়ে সকলকে মিলে মিসে শান্তি-শৃংঙ্খলা বজায় রাখা সহ সনাতন ধর্মালম্বীদের মন্দিরসহ বিভিন্ন
উপাসনালয় সহ সংখ্যালঘুদের পাহারা, দেশের জান-মাল রক্ষা করা এবং নতুন
বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।