নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাওয়ের হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে আজ মঙ্গলবার আমগাও ইউনিয়নের ভুসলোটি গ্রামে আনুমানিক দুপুর ১২টা ৩০মি: রামিম,হোসেন( ৮) বয়সে ইন্তেকাল করলেন। তার পিতার: জাকির হোসেন রাবুর ছেলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। ঘটনা স্থলে গিয়ে জানা যায়,মৃত্যু রামিম হোসেন নিজ ঘরের বিছানায় শুয়ে থাকা অবস্থায় মোবাইল চার্জার দিয়ে মোবাইল চার্জ করার সময় চার্জার পিন মুখে এবং হাতে বিদ্যুৎ শর্ট লেগে থাকা অবস্থায় থাকে। বাসার লোকজন দেখে চিল্লা হাল্লা করলে গ্রামের লোকজন এর সহযোগিতায় তার বড় ভাই সহ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলেও অবশেষে দেখেন তিনি ঘটনা স্থলে মারা গেছেন।
এই বিষয়ে মৃত্যু রামিম হোসেনের পিতা মোঃ জাকির হোসেন বলেন, আমি বাইরে ছিলাম ঘরে আসে দেখি আমার ছেলে বিছানায় শুয়ে আছে মুখে বিদ্যুৎ শকের সাথে।দাগ দেখতেই পাই, আমার বড় ছেলে তাকে বাঁচানোর চেষ্টা করে পড়ে ঘটনাস্থলে মারা গেছে আমার ছোট ছেলে। এই ঘটনার বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হবিবুর রহমান চৌধুরী মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।