
সারাদেশে দুর্বৃত্তদের দ্বারা বাসা-বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পঞ্চগড় শহর শাখা।
বুধবার (৭- অগস্ট) বিকেলে জেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের প্রান কেন্দ্র শের-ই বাংলা পার্ক চৌরঙ্গি মোর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক পরিদর্শন শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মাঠে এসে শেষ হয়।
পরে অডিটোরিয়াম মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চগড় শহর আমীর জয়নাল আবেদিন এর সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মোঃ নাছির উদ্দিন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।
এ সময় বক্তাগণ বলেন, সারাদেশে দুর্বৃত্তদের দ্বারা বাসা- বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ, ভিন্ন ধর্মালম্বীদের উপসানালয়ে হামলার ঘটনা ঘটছে। যা অত্যান্ত দুঃখজনক ও ন্যাক্কার জনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের সকল প্রকার অপৃতিকর ঘটনা বন্ধ করে সাধারন মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সবার স্বাধীন ভাবে বেচে থাকার অধিকার আছে। স্বাধীন ভাবে সবাইকে নিয়ে দেশকে পুনরায় গঠন করতে হবে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মানুষ অংশগ্রহন করে জনসমূদ্রে পরিনত হয়।