
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ডাকা সরকারি ছুটিসহ দেশের উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে টানা দুই দিন বন্ধ ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর। দু’দিন বন্ধ থাকার পর বুধবার (৭ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।এতে গুরুত্বপূর্ণ এ বন্দরটিতে ফিরেছে কর্মচাঞ্চল্য।তবে বন্ধের এ সময়টিতে ইমিগ্রেশনে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য বোঝাই ৯৪টি ট্রাক ভারত ও ভুটানে গেলেও বাংলাদেশে এসেছে ২৭টি ট্রাক।বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বন্দরটি দিয়ে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।এর আগে গত সোম থেকে মঙ্গলবার (৫-৬ আগস্ট) সরকারি ছুটিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে চলা উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।