
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২ কেজি গাঁজাসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
বুধবার (৮ নভেম্বর )বিকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন পিপিএম তিনি জানান, বুধবার (৮ নভেম্বর ) সকাল ১১:৫০ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির চৌকষ অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সিরাজগঞ্জ টু পাবনা মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২.১৭০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোনসহ ০১টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি ঢাকা জেলার সাভার থানার বালিয়ারপুর গ্রামের মো.ইদ্রিস আলীর ছেলে মো. রায়হান আলী (২৩) ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।#