
ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন পঞ্চগড়ে’র মেধাবী শিক্ষার্থী মোঃ সাগর (১৯)। সোমবার (৫- আগস্ট) বিকেলে ঢাকা বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়। সে সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়নের শিংরোড নায়েকপাড়া এলাকার মোঃ রবিউল ইসলাম এর বড় ছেলে। স্থানীয়রা জানান, নিহত মোঃ সাগর ইসলাম চার ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। পিতা খুদ্র গরু ব্যবসায়ী ও তার মা মানসিক ভারসাম্যহীন। তার বাবার সামান্য আয়ে তাদের সংসার ও তার মায়ের চিকিৎসা খরচ চলে। সে খুবই মেধাবী, নম্র ও ভদ্র। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার প্রতিমধ্যে মারা যায়। আজকে মরদেহ নিয়ে এলে প্রথমে এলাকার চাকলাহাট কেপি আলিম মাদ্রাসা মাঠে ও পরে শিংরোড রত্নিবাড়ি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। উভয় জানাজার নামাজে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার বাড়ির পাশের নায়েকপাড়া হাফেজিয়া মাদ্রাসার পাশে দাফন সম্পন্ন হয়।