
সুনামগন্জের তাহিরপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত বিভিন্ন ভাতাভোগিদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বোধবার (৮ নভেম্বর ) সকালে তাহিরপুর উপজেলা পরিষদ মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের প্রায় এক হাজার নারী ও পুরুষ ভাতাভোগীর উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইন্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন( এমপি)
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলার চৌকস কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক অমল কর,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিমউদ্দীন, বড়দল দক্ষীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী, সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ইউপি সদস্য বাবুল মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রতন বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের জন্য বিভিন্ন ভাতা চালু করেছেন। যা অন্য সরকারের সময় জত সামান্যভাতা পায়নি সাধারণ জনগন।শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সময়ই হাজার হাজার মানুষ বিভিন্ন ভাতার আওতায় এসেছে, আবারো আপনারা আমরা সকলে মিলে আগামী দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী কে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।