ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তে কর্মরত তিন উপ-পুলিশ কমিশনার (ডিসি)কে রদবদল করা হয়েছে।
বুধবার ( ৮ নভেম্বর ) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের রদবদল করা হয়।
রদবদলের আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে। একই বিভাগের বর্তমান ডিসি মো. জিয়াউল আহসানকে ডিএমপির পরিবহন বিভাগ। একই আদেশে পরিবহন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাঈমুল হাছানকে ডিএমপির প্লানিং, রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।
ডিআই/এসকে