রাজধানীজুড়ে সংঘাতের ঘটনায় নিহত পুলিশ সদস্যদের সুরক্ষা না দিয়ে উর্ধতন কর্মকর্তাদের পলায়নের ঘটনায় ক্ষোভ বিরাজ করছে রাজারবাগ পুলিশ লাইনের অধস্তন কর্মকর্তাদের মধ্যে। ফলে রাষ্ট্রপতির নিয়ন্ত্রাধীন পুলিশের চাকরি ও পলায়নকৃত উর্ধতন কর্মকর্তাদের চাকরিচ্যুতসহ বেশ কিছু দাবি উত্থাপন করেছেন অধস্তন কর্মকর্তারা। দাবি না মেনে নেয়া হলে কোনো ধরনের প্রশাসনিক কাজে যোগ দিবেন না বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের ভেতরে অবস্থিত পুলিশের অধস্তন কর্মকর্তারা কর্মবিরতি দিয়ে এসব দাবি জানান।
এসময় অধস্তন কর্মকর্তারা বলেন,আমাদের ওপর আক্রমণ হলে আমরা উর্ধতন কর্মকর্তাদের কাছে সাহায্যের আবেদন করেছি। তারা আমাদের সাহায্য না করে নিজেদের মতন পালিয়ে গেছে। তাদের কারণে আজ সারাদেশে আমাদের এতো ভায়েরা মারা গেছে। আমরা এই উদ্ধতন কর্মকর্তাদের বিচার চায়। তাদের চাকরিচ্যুত করতে হবে এবং কঠোর বিচারের আওতায় আনতে হবে। আমরা তাদের অপকর্মের সাক্ষী দিব। আমরা আদালতের কাটগড়ায় দাড়াবো।
তারা বলেন,আমরা কারোর গোলাম হয়ে থাকতে চায় না। আমাদের চাকরি রাষ্ট্রপতির নিয়ন্ত্রাধীন করতে হবে। আমরা আর কোনো রাজনৈতিক দলের হয়ে পরাধীন থাকতে চাই না।
ডিআই/এসকে