
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পুলিশ চত্বরকে শহীদ ওসমান চত্বর ঘোষণা করেছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক যুবায়ের, সাইফ রাকিব, আব্দুল মুত্তালিব সহ আন্দোলনকারীরা।
৬ আগষ্ট ( মঙ্গলবার) সকাল ১১ টায় রায়পুর থানার গেট থেকে বিজয় উল্লাস মিছিল নিয়ে বের হয়ে পৌরসভার বিভিন্ন অলিতে-গলিতে মিছিল শেষে তারা ঘোষণা দেন।
এসময় তারা বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি দেশকে নৈরাজ্যের হাত থেকে রক্ষা করতে, স্বৈরশাসক থেকে মুক্তির জন্য। দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কেউ চাঁদাবাজি করলে, লুটপাট করলে আমাদেরকে জানাবেন। আমরা সাধারণ জনগণের পাশে আছি এবং থাকব। এই দেশে আর কোন স্বৈরাচার সৃষ্টি হতে দেবনা। আমাদের যেসকল ভাইয়েরা শহীদ হয়েছেন আমরা কখনো তাঁদের রক্তের সঙ্গে বেইমানি করব না। দেশে আবার যদি কেউ চাঁদাবাজি করে, লুটপাট করে আমাদের অর্জনকে নষ্ট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করব।