রাজধানীর ধানমন্ডি থানার ঝিগাতলার পীলখানার সামনে রমজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সোয়া ৯টার দিকে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, মোহাম্মদপুর থেকে ছেড়ে যাওয়া রমজান পরিবহনে যাত্রী বাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। মোহাম্মদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ যোগ দেয়।
এ দিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন। তিনি বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে। আটক হওয়া ব্যক্তির নাম পরিচয় জানা যায় নি।
ডিআই/এসকে