
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেলে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবব (৫ ই আগস্ট) বিকালে বিপুল সংখ্যক মানুষ শহরের নেতাজী সুভাষ বোস সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও তার পাশে শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে হামলা চালায়।এ সময় হোটেল অনেক মানুষ আটকা পড়ে। এসময় উপস্থিত মানুষ পাশের ভবন দিয়ে আটকা পড়াদের উদ্ধার করে। উদ্ধার তৎপরতা চালায় যশোর বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টারও।আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।