
জয়পুরহাটের পাঁচবিবিতে আওয়ামীলীগ সরকার পতনের খবর শুনে ছাত্র-জনতার ঢল,আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে আওয়ামীলীগ সরকারের পদত্যাগের খবর শুনে পাঁচবিবি পৌর শহরের হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় নেমে আসে। তারা বিজয় পটকা ও বাজি ফুটিয়ে আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন উপজেলা বিএনপি,জামাত সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শেষে তিনমাথা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।