রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। এসময় তাদের কাছ থেকে ৭২ বোতল ফেনসিডিল, ৯.৭ কেজি গাঁজা ও ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়েল নামে তাদের আরেক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
সোমবার (১৬ জুন, ২০২৫) সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন— রূপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ রাব্বি (৩০) এবং একই গ্রামের বাবুল মৃধার ছেলে আব্দুল ওয়াহেদ (১৮)। পলাতক আসামি মোঃ জুয়েল (৩২) একই এলাকার আব্দুল মালেকের ছেলে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, একটি মাদক কারবারি চক্র গঙ্গানগর এলাকায় মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে রাব্বি ও ওয়াহেদকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়, তবে জুয়েল পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা পলাতক আসামি জুয়েলের সাথে যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা সরবরাহ করত বলে জানায়।
রূপগঞ্জ থানার ওসি বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও র্যাব জানিয়েছে।