অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণে এ কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন,আমি আপনাদের কথা দিচ্ছি সব হত্যা,সব অন্যায়ের বিচার আমরা করবো। আপনারা সেনাবাহিনীর প্রতি,সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সব দায়দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল। আপনাদের কথা দিচ্ছি,আপনারা আশাহত হবেন না। ইনশাআল্লাহ আপনাদের যত দাবি আছে সেগুলো আমরা পূরণ করবো এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর,হত্যা,মারামারি,সংঘর্ষ থেকে বিরত হন।
সেনাপ্রধান আরও বলেন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথামতো চলেন,আমাদের সাথে যদি কাজ করি আমরা। নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারবো। আপনারা আমাকে দয়া করে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অর্জন (অ্যাচিভ) করতে পারবো না। আর কিছু পাবো না।
তিনি বলেন,সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা,সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। এবং ইনশাআল্লাহ আমরা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবো।
সেনাপ্রধান বলেন,আমি আপনাদের কথা দিচ্ছি সব হত্যা,সব অন্যায়ের বিচার আমরা করবো। আপনারা সেনাবাহিনীর প্রতি,সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সব দায়দায়িত্ব নিচ্ছি। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবো।
দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কিছু সময় দেন,ইনশাআল্লাহ্ সবাই মিলে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবো। আমি কথা দিচ্ছি,সমস্ত হত্যার বিচার করবো। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন,সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন, আমি সমস্ত দায়দায়িত্ব নিচ্ছি।
ডিআই/এসকে