
দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজ সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় বক্তব্য দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে দুপুর ২টায় সেনাপ্রধানের জাতির উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা জানায়।
আইএসপিআর বলছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছে।
এরপর জানানো হয় বিকেল ৩টায় সেনাপ্রধান জাতির উদ্দেশে বক্তব্য দেবেন।
ডিআই/এসকে