সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকা অসহযোগ আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে অর্ধশতাধিক বিজিবি সদস্য আহত হয়েছেন।
রবিবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,আজ সারা দেশে দায়িত্ব পালনকালে বিজিবির অর্ধশতাধিক সদস্য আহত হয়েছেন।
এর আগে পুলিশ সদরদপ্তর এক বার্তায় জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ডিআই/এসকে