
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিভিন্ন স্থান থেকে অটো-মিশুক গাডি় চুরি করে দুমকীতে ভাঙারি দোকানের গোডাউনে যন্ত্রাংশ খুলে বিক্রি কালে ৩ টি অটো গাডি়সহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাডে় ৮ টার দিকে উপজেলার মুরাদিয়া র্বোড অফিস বাজার এলাকা থেকে চোরদেরকে আটক করা হয় ।আটককৃতরা হলো উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের ৩নং ওর্য়াডের মৃত. আব্দুল রাজ্জাক খানের ছেলে ফরিদ খান ওরফে ফিরোজ (৩৮) ও চাঁদপুর জেলার সদর থানার ১০ নং সাকুয়া ইউনিয়নের র্পূব রামদাসদী গ্রামের ৯নং ওর্য়াডের মৃত. লু ফর রহমান গাজীর ছেলে মোঃ মজিবুর রহমান ওরফে শামীম গাজী (৪০)। র্বতমানে দক্ষিণ মুরাদিয়া এলাকায় শ্বশুর বাডি়তে বসবাস করতো। পরে তাদের জিজ্ঞাবাদে জানায় , অটো গাডি় চুরি করে গোডাউনে এনে যন্ত্রাংশ খুলে পৃথকভাবে বিক্রি করে চোর চক্র। দুমকী থানার অফিসার ইনর্চাজ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এ প্রতিনিধিকে বলেন, আটককৃত চোরদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।