পটুয়াখালী জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনদূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। ৪ আগষ্ট রবিবার সকাল থেকে পটুয়াখালী চৌরাস্তায় অবস্থান নিয়েছেন এ আন্দোলন কারীরা। তারা উক্ত স্হানে অবস্থান নিয়ে কুয়াকাটা টু ঢাকা ও পটুয়াখালী টু মির্জাগঞ্জ সড়ক ও পটুয়াখালী শহরের প্রবেশ দ্বারা ব্যারিকেট দিয়ে বন্ধ করে দিয়েছে।এতে দূরপাল্লার পরিবহন সহ অটোরিকশা, অটো ও অন্যান্য ছোট যান বাহন গুলো উক্ত সড়কে চলা চলা বন্ধ থাকায় বিভিন্ন যাত্রী সাধারণ পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। তাদের এ আন্দোলন কর্মসূচীর প্রভাব পড়েছে পটুয়াখালী জেলা শহরে নানা সরকারি - বেসরকারি অফিস ও আদালত পাড়ায়।তাতে উক্ত অফিস - আদালতে জনসমাগম কমে গেছে। সরোজমিনে ঘুরে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র -ছাত্রীদের সাথে উপস্থিত হয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী,শিশু ও নারী পুরুষ। আন্দোলনকারীদের কেউ কেউ উক্ত স্হানের নানা পাশের বিভিন্ন দোকানের সাইনবোর্ডে ক্রিকেটরা কাম এমপি সাকিব আল হাসানের ছবি যুক্ত থাকায় তার উপর হামলা করে। আন্দোলন কারীদের হাতে লাঠি,জ্বি আই পাইপ ইত্যাদি দেখা গেছে। এমনকি তারা প্রচুর ইট পাটকেল এবং কাচের সেভন আপের বোতল মজুদ করে রেখেছেন। আবার কেউ টায়ার জ্বালিয়ে শ্লোগান দিয়ে প্রতিবাদ মিছিল করছেন। এসময় কোন প্রকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে উক্ত স্হানে এ প্রতিবেদক দেখেনি।অন্যদিকে এ দিন সকাল থেকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ অফিসের সামনে জেলা আওয়ামী লীগ এবং এর নানা সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। এরিপোর্ট লেখা পর্যন্ত দেখা গেছে ছাত্র লীগ,যুবলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃ বৃন্দ পটুয়াখালী সোনালী ব্যাংক মোড়ে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ৭১ টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আহত হয়েছেন। তার কপালে ইট পড়ে কপাল ফেটে গেছে। তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীদের এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসচী ঘিরে
এতে বিশেষ করে পটুয়াখালী পৌর শহরে থম থমে অবস্থা বিরাজ করছে ফলে জনমনে আশংকা বাড়ছে।