
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর চলছে। রোববার (৪ আগষ্ট) বেলা সোয়া ১২টা থেকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়ায় আন্দোলনকারীদের বেনারসি পল্লী সংলগ্ন বিভিন্ন অলি-গলিতে অবস্থান নিতে দেখা গেছে। ১০ নম্বর আইডিয়াল স্কুলগলিতে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এসময় গুলিবিদ্ধ এক কিশোরকে হাসপাতালে নিতে দেখা গেছে।