
দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় আন্দোলকারী-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দিতে যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। একপর্যায়ে বাধে সংঘর্ষ। দফায় দফায় বিস্ফোরণ হয় কয়েকটি ককটেল। আগুন দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। পুলিশ নিয়ন্ত্রণে গেলে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
এদিকে, চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ সমাবেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন পেশার মানুষ।
এছাড়া, ঝালকাঠি শহরের বিভিন্ন সড়কে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। নড়াইলে ঢাকা-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অবরোধ করা হয়েছে পটুয়াখালী-বরিশাল মহাসড়কও।