
আজ কোটা আন্দোলন কর্মসূচি রয়েছে পাশাপাশি আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে। সকাল দশটা পর্যন্ত মিরপুরে কোন প্রকার পুলিশ দেখা যায়নি। এখন পর্যন্ত কোটা আন্দোলনে কেউ মিরপুর দশে আসেনি। দুই তিন জন আওয়ামী লীগের নেতারা মিরপুর ১০ এ অবস্থান করছেন।
একাধিক আওয়ামী লীগের নেতা জানান,পুলিশ শুধু সাউন্ড গ্রেট মারে যা দেখে কোটা আন্দোলনে কোনো ভয় পায় না। তাই আমরা বলেছি আমাদের কোন পুলিশ লাগবে না। কোটা আন্দোলনকারীদের আমরাই রুখবো। এই মুহূর্তে মিরপুর ১০ এ থমথমে পরিবেশ বিরাজ করছে। সবার মধ্যে এক অজানা আতঙ্ক। কখন কি হয়। আর এর ভিতর নেই কোন পুলিশ সদস্য।
ডিআই/এসকে