
কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।
নাহিদ এসময় বলেন, আমাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের লুটপাট-দুর্নীতির বিচার। আমরা জেলের তালা ভেঙে আমাদের ভাইদের আনব। আমরা সবার সঙ্গে আলোচনা করে সংবলিত মোর্চা গঠন করব। দেশের রূপরেখা ঘোষণা করব। আগামীকাল থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন হবে। যদি ইন্টারনেট বন্ধ হয়, কারফিউ জারি হয় আমরা মেনে নেব না। সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, এটা জনগণ মানবে না। আপনারা যদি অস্ত্র চালান তাহলে প্রতিরোধ হবে। আমরা সব গণহত্যার বিচার করব বাংলার মাটিতে।
সরকারের পদত্যাগ দাবিতে রোববার সারা দেশে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।