ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নান্দাইলে স্বাক্ষর জালিয়াতী ও ভূয়া ভাউচারে প্রাথমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪৪নং সুরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্যের স্বাক্ষর জালিয়াতীর মাধ্যমে ভূয়া ভাউচার তৈরী করে সরকারি অর্থ আত্মসাত করার গুরুতর
অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের উপ-বৃত্তির টাকার মোবাইল একাউন্ট নাম্বারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিজ মোবাইল নাম্বার ব্যবহার করে উপবৃত্তির টাকা আত্মসাত করে যাচ্ছেন। এমনি অভিযোগ উঠেছে সুরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে সরজমিন তদন্তপূর্বক প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অভিভাবক সদস্য মো. আব্দুল কদ্দুছ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেন। গত ১৫ জুলাই/২৪ইং তারিখের ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কর্তৃক বিভিন্ন ধরনের অনিয়ম-দূর্নীতি পরিলক্ষিত হয়েছে বলে ম্যানেজিং কমিটির সদস্যরা জানতে পেরেছেন। উক্ত বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের জন্য সরকারি অনুদান বাবাদ টাকা,
রুটিন মেইনটেইন্সের টাকা সহ বিভিন্ন সময়ে আসা সরকারি অর্থ অত্র বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে ব্যয় না করে রেজিউলেশন খাতায় ম্যানেজিং কমিটির একাধিক সদস্যের স্বাক্ষর জাল করে এবং ভূয়া ভাউচার তৈরী করে সমস্ত অর্থ আত্মসাত করেছেন। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে ব্যবহৃত স্টিলের আলমারি বিক্রির টাকা ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রধান শিক্ষক তাঁর নিজস্ব মোবাইল নাম্বার ব্যবহার করে (০১৯২৫-১০৩৭১২) ব্যবহার করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন বলে শিক্ষার্থীর অভিভাবক সহ ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সদস্য আ: কদ্দুছ জানান। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি
ছফিউল হক নিয়োগী উক্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীর উপ-বৃত্তির টাকা নিজ মোবাইল নাম্বার ব্যবহার করেছেন এবং শিক্ষার্থীর টাকা নিয়ে অভিভাবকদেরকে ঘুরানোর বিষয়টি শিকার করে বলেন, প্রধান শিক্ষক তাঁর নিজ মনগড়া কাজ করেন, এখানে কাহারও কোন জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়। আলমারি বিক্রির বিষয়টিও আমাদেরকে জানাননি। তিনি রেজিউলিশন খাতা নিয়ে আসেন
আমি স্বাক্ষর দিয়ে দিছি। এর বেশি কিছু আমি জানিনা। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি দশ মিনিট পরে কল বেক করবেন কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন। নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তমূলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ