
রাজধানীর মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।
শুক্রবার (২ আগস্ট) বিকেল ৫টার পর বিক্ষোভ মিছিল শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে ছাত্ররা মিরপুর অরিজিনাল ১০ থেকে ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ মিছিল করেন।
এসময় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। শিক্ষার্থীরা মিছিল নিয়ে মিরপুর ১৩ নম্বর প্রধান সড়কে অবস্থান করছেন। এর বিপরীত দিকে অর্থ্যাৎ মিরপুর ২ নম্বরের দিকে প্রধান সড়কে অবস্থান করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুইপক্ষের মাঝে রয়েছেন পুলিশ সদস্যরা। বিকেল ৬টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা নানান স্লোগান দেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’‘আমার ভাই মরলো কেন?’ সহ নানান স্লোগান দেন তারা। শিক্ষার্থীদের সঙ্গে কোনো কোনো অভিভাবককেও বিক্ষোভ মিছিলে দেখা গেছে।
ডিআই/এসকে