
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে ১ দিনের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা স্কাউটস আয়োজিত শুক্রবার(০২ আগস্ট) সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কার্যক্রম শুরু হয়। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস কমিশনার মো.আবদুর রহিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কাব স্কাউটস লিডার মো.আবদুল কাইউম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক নুরুল হক, সহ সভাপতি ইকবাল বাসার খান, সহ-কমিশনার মো.শাহ আলম,মো.মোয়াজ্জেম হোসেন, ইউনিট লিডার সঞ্জয় হাওলাদার, মো.মূছা ও শুভ্রা চক্রবর্তী। উল্লেখ্য মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের স্কাউট প্রেসিডেন্ট এওয়ার্ডস কোর্সে অংশগ্রহণ’র লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং প্রস্তুতি নিতে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম বলে জানিয়েছেন উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মো.নুরুল হক।