
ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মো: মোশারেফ হোসাইনের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ্ কিসমত।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ সামছুন নাহার সুমি, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ,সহকারী মৎস্য অফিসার, মৎস্যজীবী বৃন্দ।
আলোচনা সভা শেষে সফল মাছ চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।