
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় রাজশাহীর বাগমারায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু। সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফাউন্ডেশনের চেয়ারম্যান সমরেশ সরকার প্রমুখ ।