
মিজানুর রহমান মিজান, বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খাঁনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোহেল রানা (৩৮) ও ভ্যান চালক মাহাবুর ইসলাম (৩৫) এর বিরুদ্ধে বিরামপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।
বৃহস্পতিবার (১ আগস্ট) ঐ নারী বিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুব্রত কুমার সরকার।মামলার সুত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত ৯ টার দিকে বিরামপুর থেকে বড় ভাই বাবুল মিয়া (৬৪) কে সঙ্গে নিয়ে ভ্যানে করে বিরামপুর উপজেলার জয়দেপুর আবসনে যাচ্ছিলেন। এসময় রতনপুর বাজার থেকে আটো রাইসমিলের পাশে ইউক্লিপটাস গাছের বাগানের সামনে পৌছালে ইউপি সদস্য সোহেল রানা ভ্যানের সামনে আসে। এসময় চালক মাহবুর ইসলাম ভ্যানটি থামিয়ে দেয়। এসময় ঐ নারীর পথরোধ করে ইউপি সদস্য সোহেল রানা । পরে ঐ নারী’কে জোরপূর্বক ইউক্লিপটাস বাগানের ভিতরে নিয়ে গিয়ে ৩নং খাঁনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোহেল রানা (৩৮) ও ভ্যান চালক মাহাবুর ইসলাম (৩৫) ঐ নারীকে পর্যাক্রমে ধর্ষণ করেন। ধর্ষণের এক পর্যায়ে ঐ নারী চিৎকার করলে ভ্যান চালক ইউপি সদস্যকে নিয়ে পালিয়ে যায়।
অভিযুক্ত ইউপি সদস্য সোহেল রানার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে ৩নং খাঁনপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান বলেন, ‘ঘটনা এবং মামলা হওয়ার বিষয়টি আমি শুনেছি।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
।