
শোকাবহ আগস্টের সুচনালগ্নে জয়পুরহাটের পাঁচবিবিতে আওয়ামীলীগের বিশাল শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্প্রতিবার (১ আগস্ট) সকালে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মাঝে মাসব্যাপী কালো ব্যাচ ধারণ ও বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দানেজপুর পৌর আওয়ামীলীগের কার্যালয় হতে এক বিশাল শোক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বারোয়ারী চত্ত্বরে শেষ হয়।
পরে সেখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।অন্যান্যদের আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্ণা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গ সংঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।