
ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’ এই শ্লো-গানকে সামনে রেখে ৩০জুলাই থেকে ৫আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে কালকিনি সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা,মাছের পোনা অবমুক্তকরণ , সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান ও সাফল্যের প্রামাণ্যচিত্র প্রদশর্নী সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।ইউএনও উত্তম কুমার দাশের সভাপতিত্বে এবং কালকিনি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের সার্বিক পরিচালনায় এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। অংশগ্রহন করেন সরকারী বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের নেতৃবৃন্দ কালকিনি পৌর এলাকা সহ ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষী বৃন্দ।