
১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. ইয়াকুব আলী । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সজীব আহমেদ, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার ওসি( তদন্ত) রাসেল, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,সাংবাদিকবৃন্দ, সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।