প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ
কালিগঞ্জের পুলিন বাবুর হাট থেকে রামনগর মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পুলিন বাবুর হাট খোলা থেকে রামনগর মোড় পর্যন্ত সড়কটির বেহাল দশা হয়ে পড়েছে। এ সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে চলমান বর্ষায় সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্তে পানি জমে রয়েছে। অনেকেই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছেন।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর অতি বৃষ্টির কারণে সড়কটিতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন যানবাহন চালকরা।
এদিকে এই সড়কের দুই পাস গত পাঁচ মাস আগে ভেকু দিয়ে প্রায় দেড় থেকে দুই ফুট গভীর করে সড়কটি সংস্কারের কাজ চলমান থাকলেও বালু ভরাট না দেওয়ার কারণে অতি বর্ষার পানি জমে খালে পরিণত হয়েছে।
স্থানীয়রা ও বিভিন্ন যানবাহন চালকরা বলেন আমাদের এমনিতে সড়কটি ছোট বড় গর্তে কারণে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। আবার সড়কের দুই পাস খুঁড়ে রাখার কারণে বর্তমান সড়কটি চিকন হয়ে গেছে, যে কারণে একটি মালবাহী ট্রাক আসলে অপর দিক থেকে একটি মোটর ভ্যান পাস দিয়ে যাওয়া সম্ভাব হচ্ছে না, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটন।
এ বিষয় ঠিকাদারদের সাথে কথা বললে তিনি বলেন চলমান বর্ষার কারণে বালু সংকটে পড়েছি যে কারণে কাজের একটু বিঘ্ন সৃষ্টি হচ্ছে, খুব দ্রুত বালু ভরাট দিয়ে সড়কটি সংস্কার করার চেষ্টা চলছে। এদিকে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়কে চলাচলকারী ইজিবাইক, মোটর ভ্যান, মোটরসাইকেল এবং মালবাহী ট্রাক, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। এমনতাবস্থায় সড়কটি দ্রুত সংস্কারের জন্য বিষয়টি দেখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.